Solution
Correct Answer: Option B
- বাংলায় মুসলিম শাসন থাকে ১২০৪ -১৭৬৫ সাল পর্যন্ত।
-
ইখতিয়ার উদ্দিন বখতিয়ার খলজি ১২০৪ সালে বাংলার সেন বংশের রাজা লক্ষ্মণ সেনকে বিনা বাঁধায় পরাজিত করে নদীয়া জয় করেন। তিনি বাংলায় প্রথম মুসলিম শাসক। জাতিতে তিনি তুর্কি আর অধিবাসী ছিলেন আফগানিস্তান।
- বাংলায় প্রথম তুর্কি শাসক ছিলেন নাসির উদ্দিন মাহমুদ। তিনি গিয়াসউদ্দিন ইওজ খলজি ১২১২ সালে পরাজিত করেন। তার শাসন কাল ছিল ১২২৭-১২২৯। তিনি দিল্লি তুর্কি সুলতান ইলতুৎমিশের পুত্র ছিলেন।