চর্যাপদের প্রথম পদের রচয়িতা কে?

A কাহ্নপা

B ভুসুকুপা

C লুইপা

D শবরপা

Solution

Correct Answer: Option C

- বাংলা ভাষা ও সাহিত্যের প্রাচীন নিদর্শন 'চর্যাপদ' গানের সংকলন বা সাধন সংগীত, যা বৌদ্ধ সহজিয়াগণ রচনা করেন।
- মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী ১৯০৭ সালে নেপালের রাজদরবার (রয়েল লাইব্রেরি) থেকে 'চর্যাপদ' আবিষ্কার করেন।
- এতে পদসংখ্যা ৫১টি এবং পদকর্তা ২৪ জন।
- সরহপা মোট ৪টি (২২, ৩২, ৩৮, ৩৯) পদ রচনা করেছেন।
- তাঁর রচিত ৩২ নং পদ: হাথে রে কাঙ্কাণ মা লোউ দাপণ (অর্থ: হাতের কাঁকন দেখার জন্য দর্পণ প্রয়োজন হয় না)।
- চর্যাপদের প্রথম পদের রচয়িতা লুইপা।
- চর্যাপদের সর্বোচ্চ ১৩টি পদের রচয়িতা কাহ্নপা।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions