ঘূর্ণিঝড় এর তীব্রতা পরিমাপ করা হয় কিসে?

A স্যাফির সিম্পসন স্কেলে

B ব্যারোমিটারে

C রিক্টার স্কেলে

D ন্যানমিটারে

Solution

Correct Answer: Option A

- স্কেলটি ১৯৭১ সালে মার্কিন পুরকৌশলবিদ হার্বার্ট সাফির ও আমেরিকার জাতীয় হারিকেন সেন্টারের (NHC) পরিচালক আবহাওয়াবিদ রবার্ট সিম্পসন তৈরি করে। 
- সাফির-সিম্পসন হারিকেন উইন্ড স্কেল (SSHWS)হলো ঘূর্ণিঝড়ের বায়ুপ্রবাহ মাপক একটি স্কেল।
- এটি আগে সাফির-সিম্পসন হারিকেন স্কেল (SSHS) নামে প্রচলিত ছিল।
- এই স্কেল বায়ুপ্রবাহের তীব্রতার উপর ভিত্তি করে ঘূর্ণিঝড় ও ক্রান্তীয় ঘূর্ণনকে পাঁচটি শ্রেণিবিভাগে বিভক্ত করে।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions