মাইকোব্যাক্টেরিয়াম টিউবারকিউলোসিস জীবাণু দ্বারা মানবদেহ কোন রোগে আক্রান্ত হয়?
A এইডস
B ডেঙ্গু
C কলেরা
D যক্ষ্মা
Solution
Correct Answer: Option D
- এইডস এর জীবাণুর নাম এইচ আই ভি।
- ডেঙ্গু এর জীবাণুর নাম এডিস ইজিপ্টি।
- কলেরা রোগের জন্য দায়ী জীবাণু ভিব্রিও কলেরা।
- যক্ষ্মা রোগের জন্য দায়ী জীবাণু মাইকোব্যাক্টেরিয়াম টিউবারকিউলোসিস।