‘অবকাশ’ শব্দটির ‘অব’ উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে?
Solution
Correct Answer: Option B
- ‘অবকাশ’ শব্দটি ‘অব’ উপসর্গ এবং ‘কাশ’ (যার অর্থ দীপ্তি বা সুযোগ) মূল শব্দযোগে গঠিত হয়েছে।
- এখানে ‘অব’ উপসর্গটি ‘অল্পতা’ বা ‘ঈষৎ’ (সামান্য) অর্থে প্রযুক্ত হয়েছে।
- সুতরাং, ‘অবকাশ’ শব্দের আক্ষরিক অর্থ হলো ‘অল্প সুযোগ’ বা ‘সামান্য বিরাম’।
- এই শব্দটি একটি বৃহত্তর কাজের মধ্যে একটি ছোট বা সীমিত ফাঁক বোঝায়, যা 'অল্পতা' অর্থকেই নির্দেশ করে।
- যেমন ‘অবশেষ’ (অল্প যা বাকি আছে) শব্দটিতেও ‘অব’ উপসর্গটি অল্পতা বা হীনতা অর্থে ব্যবহৃত হয়।