সম্বন্ধ পদে কোন বিভক্তি যুক্ত হয়?

A কে, রে

B প্রথমা, শুন্য

C র, বা, এর

D এ, তে

Solution

Correct Answer: Option C

ক্রিয়া পদের সঙ্গে সম্পর্ক না রেখে যে নামপদ বাক্যস্থিত অন্য পদের সঙ্গে সম্পর্কযুক্ত হয় ,তাকে সম্বন্ধ পদ বলে ।
যেমন : মতিনের ভাই বাড়ি যাবে। এখানে 'মতিনের' সঙ্গে 'ভাই'-এর সম্পর্ক আছে কিন্তু 'যাবে' ক্রিয়ার সাথে সম্বন্ধ নাই।

আবার,
সম্বন্ধ পদে 'র' বা 'এর' বিভক্তি যুক্ত হয়ে থাকে । 
যেমন -আমার ভাই বাড়ি যাবে । এখানে 'আমি ' এর সাথে 'র ' বিভক্তি যুক্ত হয়ে 'আমার' হয়েছে 'যা সম্বন্ধ পদের নিজস্ব বিভক্তি বিবেচিত ।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions