ব্যতিহার কর্তার উদাহরণ কোনটি?

A ছেলেরা ফুটবল খেলছে

B মুষলধারে বৃষ্টি পড়েছে

C বাঘে-মহিষে এক ঘাটে জল খায়

D শিক্ষক ছাত্রদের বই পড়াচ্ছেন

Solution

Correct Answer: Option C

- কোনো বাক্যে যে দুটো কর্তা একত্রে একজাতীয় ক্রিয়া সম্পাদন করে,তাদের ব্যতিহার কর্তা বলে। যেমন:

- শ্রদ্ধাবান লভে জ্ঞান অন্যে কভু নয়;
- পাছে লোকে কিছু বলে;
- গণিতে গণিতে লড়াই চলে ইত্যাদি।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions