‘নৌকায় নদী পার হলাম’ নৌকায় কোন কারকে কোন বিভক্তি?

A কর্মে ৭ মী

B করণে ৭মী

C অধিকরণে ৫মী

D সম্প্রদানে ৪র্থী

Solution

Correct Answer: Option B

ক্রিয়া সম্পাদনের যন্ত্র, সহায়ক বা উপকরণকেই করণ কারক করণ বলে । প্রদত্ত 'নৌকায় নদী পার হলাম' বাক্যে 'নৌকা' মাধ্যমটির দ্বারা নদী পার হওয়া বুঝাচ্ছে ।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions