তোমার পূজার ছলে তোমায় ভুলেই থাকি- বাক্যে নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
A সম্প্রদানে ৬ষ্ঠী
B কর্মে ৭মী
C সম্প্রদানে ৭মী
D অপাদানে ৬ষ্ঠী
Solution
Correct Answer: Option A
স্বত্ব ত্যাগ করে কাউকে কিছু দান করলে তাকে সম্প্রদান কারক বলে।কার জন্য দিয়ে প্রশ্নের উত্তরে (যদি স্বত্ব ত্যাগ করে দান বোঝায় ) সম্প্রদান কারক পাওয়া যায়। বাক্যটিকে কার জন্যে প্রশ্ন করলে উত্তর আসে "তমার"।তাই শব্দটি সম্প্রদান কারক।