‘কান্নায় শোক কমে’ বাক্যে ‘কান্নায়’ কোন কারক?

A অপাদান কারক

B অধিকরণ কারক

C করণ কারক

D সম্প্রদান কারক

Solution

Correct Answer: Option B

কোনো ক্রিয়াবাচক বিশেষ্য যখন অন্য ক্রিয়ার ভাবের অভিব্যক্তি প্রকাশ করে, তখন তাকে ভাবাধিকরণ কারক বলে। এই কারকে সবসময় ৭মী বিভক্তি যুক্ত হয় বলে একে ‘ভাবে সপ্তমী’ বলে। যেমন: কান্নায় শোক কমে। সূর্যোদয়ে পদ্ম ফোটে।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions