Solution
Correct Answer: Option B
যা হতে কোন বস্তু বা ব্যাক্তি উৎপন্ন,চলিত, নির্গত , উত্থিত, পতিত, প্রেরিত, গ্রিহিত, শ্রুত, সূচিত, নিবারিত, অন্তর্হিত, রক্ষিত ইত্যাদি হয় তাকে অপাদান কারক বলে। ;‘খনিতে সোনা পাওয়া যায় বাক্যটি অপাদান কারকের অন্তরভুক্ত।শব্দের শেষে এ,য়,তে থাকলে সপ্তমী বিভক্তি হয়। খনিতে শব্দের শেষে তে শব্দটি আছে।