'তিনি ব্যাকরণে পণ্ডিত' এ বাক্যে 'ব্যাকরণে' কোন কারক ও কোন বিভক্তি ?

A অধিকরণ কারকে সপ্তমী

B সম্প্রদান কারকে সপ্তমী

C অপাদান কারকে দ্বিতীয়া

D কর্মকারকে সপ্তমী

Solution

Correct Answer: Option A

- কোনো বিশেষ গুণে কারও দক্ষতা বা ক্ষমতা থাকলে সেখানে বৈষয়িক অধিকরণ হয়।
- যেমনঃ রাকিব অঙ্কে কাঁচা কিন্তু ব্যাকরণে ভালো।
- একইভাবে, তিনি ব্যাকরণে পণ্ডিত। এবং, অধিকরণ কারকে সপ্তমী বিভক্তি । অর্থাৎ 'এ' 'য়' 'তে' ইত্যাদি যুক্ত হয়।
সুতরাং, 'ব্যাকরণে' শব্দটি অধিকরণে সপ্তমী৷

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions