বিদ্যাপতি কোন ভাষায় পদ রচনা করেন?

A সংস্কৃত

B ফারসি

C হিন্দি

D ব্রজবুলি

Solution

Correct Answer: Option D

- কবিকণ্ঠহার, মৈথিল কোকিল ও অভিনব জয়দেব নামে পরিচিত মিথিলার রাজসভার কবি, পদাবলির প্রথম কবি ও পদসঙ্গীত ধারার রূপকার বিদ্যাপতি মৈথিলি, অবহটঠ ও সংস্কৃত ভাষায় পদ রচনা করেন।
- তাঁর শ্রেষ্ঠ কীর্তি ব্রজবুলিতে রচিত পদাবলি সাহিত্য।
- বৈষ্ণব পদাবলির রাধাকৃষ্ণ বিষয়ক অধিকাংশ পদ ব্রজবুলি ভাষায় রচিত।
- ব্রজবুলি হলো বাংলা ও মৈথিলি ভাষার সংমিশ্রণে তৈরি একপ্রকার কৃত্রিম কবিভাষা, যা বিদ্যাপতি সৃষ্টি করেন।
- 'কীর্তিলতা', 'কীর্তিপতাকা', 'পুরুষপরীক্ষা', 'লিখনাবলী', 'ভাগবত', 'বিভাগসার' প্রভৃতি বিদ্যাপতির সাহিত্যকর্ম।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions