'পরের অন্নে যে বেঁচে থাকে' -এর এককথায় প্রকাশ কোনটি ?
Solution
Correct Answer: Option A
পরের অন্নে যে বেঁচে থাকে- পরান্নজীবী । আরও কয়েকটি গুরুত্বপূর্ণ এককথায় প্রকাশ : কর্ম সম্পাদনে পরিশ্রমী- কর্মঠ , যা পূর্বে ছিল এখন নেই- ভূতপূর্ব, হনন করার ইচ্ছা- জিঘাংসা, যা পূর্বে শোনা যায়নি- অশ্রুতপূর্ব ।