'চোদ্দবুড়ি' - বাগ্‌ধারার অর্থ কী?

A চোদ্দ বছরের বুড়ি

B প্রচুর

C অলস ব্যক্তি

D খুব চালাক

Solution

Correct Answer: Option B

সাধারণভাবে ব্যবহৃত কিছু বাগধারা:
অকাল কুষ্মাণ্ড: অপদার্থ, অকেজো।
অক্কা পাওয়া: মারা যাওয়া।
অগাধ জলের মাছ: সুচতুর ব্যক্তি, যার মনের কথা বোঝা কঠিন।
অন্ধের যষ্টি বা অন্ধের নড়ি: একমাত্র অবলম্বন।
অগ্নিশর্মা: নিরতিশয় ক্রুদ্ধ বা ক্ষিপ্ত।
অর্ধচন্দ্র: গলা ধাক্কা।
অরণ্যে রোদন: নিষ্ফল আবেদন।
অহিনকুল সম্বন্ধ: ভীষণ শত্রুতা।

সম্পর্ক ও প্রকৃতি বোঝাতে:
আদায় কাঁচকলায়: তিক্ত সম্পর্ক, শত্রুতা।
আলালের ঘরের দুলাল: অতি আদরে নষ্ট পুত্র।
ভিজে বিড়াল: কপটচারী, বাইরে সরল কিন্তু ভেতরে ভিন্ন।
ভূষণ্ডির কাক: দীর্ঘায়ু ব্যক্তি।
আমড়া কাঠের ঢেঁকি: অপদার্থ।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions