নবায়নযোগ্য জ্বালানি কোনটি?

A প্রাকৃতিক গ্যাস

B জলবিদ্যুৎ

C কয়লা

D পেট্রোলিয়াম

Solution

Correct Answer: Option B

- নদী ও জলপ্রপাতের পানির বেগ ব্যবহার করে টারবাইন যন্ত্রের সাহায্যে যে বিদ্যুৎ উৎপাদন করা হয় তাকে জলবিদ্যুৎ বলে।
- এটি নবায়নযোগ্য শক্তি।
- এটি খুব সহজে পরিচালনা ও রক্ষনাবেক্ষণ করা যায়।
- সবচেয়ে কম খরচে এই বিদ্যুৎ উৎপাদন করা যায়।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions