Solution
Correct Answer: Option B
-যা অধ্যয়ন করা হয়েছে - অধীত।
-পাঠ করা হয়েছে এমন - পঠিত।
বিভিন্ন চাকরির পরীক্ষায় আসা আরও কিছু বাক্য সংকোচনঃ
- অক্ষির অগোচরে =প্ররোক্ষ।
- অক্ষির সমীপে =সমক্ষ
- অক্ষির অভিমুখে=প্রত্যক্ষ
- বাঘের চামড়া : কৃত্তি
- যে ব্যক্তির দুহাত সমানে চলে : সব্যসাচী
- যা বিনা যত্নে উৎপন্ন হিয়েছে : অযত্নসম্ভূত
- রাজহাসের ডাক : ক্রেকার
- দুইয়ের মধ্যে একটি : অন্যতর
- যার বসন আলগা : অসংবৃত