যা বার বার দুলছে- দোদুল্যমান।
আরোও কিছু বাক্য সংকোচনঃ
- যা দীপ্তি পাচ্ছে = দেদীপ্যমান,
- যা বলা হচ্ছে = বক্ষ্যমাণ,
- যা উপলব্ধি করা যাচ্ছে = উপলভ্যমান।
- যা বিনা যত্নে লাভ করা গিয়েছে- অযত্বলন্ধ।
- যা মর্ম স্পর্শ করে- মর্মস্পর্শী।
- যা সম্পন্ন করতে বহু ব্যয় হয়- ব্যয়বহুল।
- যা সাধারণের মধ্যে দেখা যায় না এমন- অনন্যসাধারণ।