‘যে বহু বিষয় জানে’ এক কথায়-

A বহুজ্ঞ

B সর্বজ্ঞ

C সবজান্তা

D কোনোটিই নয়

Solution

Correct Answer: Option A

● কর্ম সম্পাদনে পরিশ্রমী- কর্মঠ
আরও কিছু গুরুত্বপূর্ণ এক কথায় প্রকাশ-
● যে ব্যক্তি এক ঘর থেকে অন্য ঘরে ভিক্ষা করে বেড়ায় --- মাধুকরী।
● কর দান করে যে---- করদ।
● যে বহু বিষয় জানে--- বহুজ্ঞ।
● দ্বারে থাকে যে--- দৌবারিক।
● কর্ম সম্পাদনে অতিশয় দক্ষ -- কর্মঠ।
● যে অননরত কাঁদছে -- রোরুদ্যমান।
● আটপৌরে--- যা সব সময় পরার উপযোগী।
● জয় সূচনা করে এরুপ তিথি -- শুভতিথি।
● যা সাধারনের মধ্যে দেখা যায়না -- অনন্যসাধারণ।
● শত্রুকে পীড়া দেয় যে --- পরন্তপ।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions