ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের 'ভ্রান্তিবিলাস' কোন নাটকের গদ্য অনুবাদ?
A মার্চেন্ট অব ভেনিস
B এ মিড সামার নাইটস্ ড্রিম
C কমেডি অব এররস্
D ম্যাকবেথ
Solution
Correct Answer: Option C
- ভ্রান্তিবিলাস মনু সেন পরিচালিত ১৯৬৩ সালের ভারতীয় বাংলা চলচ্চিত্র।
- ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রচিত ১৮৬৯ সালের একই নামের গ্রন্থ অবলম্বনে ছবিটি নির্মিত হয়েছে।
- ভ্রান্তিবিলাস উইলিয়াম শেকসপিয়র রচিত নাটক 'কমেডি অব এররস্' অবলম্বনে লিখিত।