মুক্তিযুদ্ধে 'ক্র্যাক প্লাটুন' কোন শহরে সক্রিয় ছিলো?
Solution
Correct Answer: Option A
- 'ক্র্যাক প্লাটুন' ছিল বাংলাদেশের মুক্তিযুদ্ধে গেরিলা মুক্তিযোদ্ধাদের একটি বিশেষ শহুরে কমান্ডো ইউনিট।
- এই দলটি সেক্টর ২-এর অধীনে মুক্তিযুদ্ধ চলাকালীন ঢাকা শহরে সক্রিয় ছিল।
- তাদের মূল দায়িত্ব ছিল 'হিট অ্যান্ড রান' পদ্ধতিতে পাকিস্তান সেনাবাহিনী ও তাদের দোসরদের বিরুদ্ধে আক্রমণ পরিচালনা করা।
- এই প্লাটুনের দুঃসাহসিক অভিযানগুলো ঢাকা শহরে অবস্থিত পাকিস্তানি হানাদার বাহিনীর মধ্যে ব্যাপক আতঙ্ক ও ত্রাস সৃষ্টি করেছিল।
- শহীদ শাফি ইমাম রুমি, বদিউল আলম বীর বিক্রম, হাবিবুল আলম বীর প্রতীক-সহ আরও অনেক কিংবদন্তী মুক্তিযোদ্ধা এই প্লাটুনের সদস্য ছিলেন।