Solution
Correct Answer: Option C
'গোকুলের ষাঁড়' বাগধারার অর্থ হচ্ছে 'স্বেচ্ছাচারী'।
- কথিত আছে, গোকুল নামক এক জায়গায় কৃষ্ণ তথা গোপাল ছোটো বেলায় বিস্তীর্ন ভূমিতে গরু চড়াতো, গরুগুলি যথেচ্ছ ঘুরে ঘাসের সন্ধানে বেড়াতো, হারিয়েও যেত। আবার, কৃষ্ণের বাঁশির মধুর সুরে তাঁর সন্নিকটে ছুটে আসতো। অর্থাৎ, গোকুল ছিল অবাধ গো-চারণভূমি, যেখানে গরুগুলি বাধাহীন ভাবে চড়তে পারতো।
অন্যদিকে:
- ডুমুরের ফুল = দুর্লভ বস্তু।
- অকাল কুষ্মাণ্ড / আমড়া কাঠের ঢেঁকি = অপদার্থ।
- উনপাঁজুরে = দুর্বল।