নিচের বাগধারার কোন জোড়াটি ভিন্নার্থক ?

A বকধার্মিক - বিড়াল তপস্বী

B মণিকাঞ্চন যোগ - সোনায় সোহাগা

C ব্যাঙের আধুলি - ব্যাঙের সর্দি

D অন্ধের যষ্টি - অন্ধের নড়ি

Solution

Correct Answer: Option C

- ব্যাঙের সর্দি বাগধারার অর্থ অসম্ভব ঘটনা; ব্যাঙের আধুলি অর্থ সামান্য ধনে অহংকার, যা পরস্পর ভিন্নার্থক।
- অন্ধের যষ্টি অর্থ একমাত্র অবলম্বন; অক্কা পাওয়া অর্থ মারা যাওয়া, যা পরস্পর বিপরীত। বকধার্মিক ও বিড়াল তপস্বী অর্থ ভণ্ড সাধু।
- মণিকাঞ্চন যোগ ও সোনায় সোহাগা অর্থ মানানসই হওয়া।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions