’সময়ে কাজে না লাগালে অসময়ে পথে ফেরানো কঠিন’ - এই অর্থের সাথে প্রযোজ্য প্রবচন কোনটি ?

A নির্গুণ পুরুষের ভোজন সার, করেন সদাই মার মার

B উঠন্তি মূলো পত্তনেই চেনা যায়

C নদী, নারী, শৃঙ্গধারী-এ তিনে বিশ্বাস না করি

D কাঁচায় না নোয়ালে বাঁশ, পাকলে করে ঠাস ঠাস

Solution

Correct Answer: Option D

কাঁচায় না নোয়ালে বাঁশ, পাকলে করে ঠাস ঠাস প্রবাদটির অর্থ- সময়ে কাজে না লাগালে অসময়ে পথে ফেরানো কঠিন।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions