Dither অর্থ অনিশ্চয়তা বশত কারণে দেরী করা, দ্বিধা করা । এখানে So, you must not dither অর্থ তাই তুমি অবশ্যই আর দেরী করবে না । Doodle অর্থ অন্যমনষ্কভাবে হিজিবিজি কাটা । Dabble অর্থ (হাত পা ইত্যাদি দিয়ে) জল ছিটানো; চোবানো । Diddle অর্থ প্রতারণা করা ।
বাক্যের অর্থঃ এটার একটা সময়সীমা রয়েছে, আমি উদ্বিগ্ন তাই তুমি অবশ্যই আর দেরী করবে না ।