Solution
Correct Answer: Option C
- অ্যারিস্টটল (Aristotle) ছিলেন একজন প্রাচীন গ্রিক দার্শনিক ও বিজ্ঞানী।
- তিনি জীবজগতের গঠন, শ্রেণিবিন্যাস ও আচরণ নিয়ে বিস্তারিত পর্যবেক্ষণ ও গবেষণা করেন।
- তিনিই প্রথম জীবজগতকে দুটি প্রধান ভাগে—উদ্ভিদ ও প্রাণী—ভাগ করেন এবং বহু প্রাণীর গঠন ও অঙ্গপ্রত্যঙ্গ নিয়ে বর্ণনা দেন।
- তাঁর এই গবেষণা ও শ্রেণিবিন্যাসের কাজই আধুনিক প্রাণিবিজ্ঞানের (Zoology) ভিত্তি তৈরি করে। এজন্য তাঁকে বলা হয় —
“প্রাণিবিজ্ঞানের জনক” (Father of Zoology)।
অন্য অপশন গুলো
- চার্লস রবার্ট ডারউইন → বিবর্তন তত্ত্বের জনক (Father of Evolution).
- থিওফ্রাস্টাস → উদ্ভিদবিজ্ঞানের জনক (Father of Botany).
- ক্যারোলাস লিনিয়াস → শ্রেণিবিন্যাসের জনক (Father of Taxonomy).