Solution
Correct Answer: Option D
শুদ্ধ বানান: সংশ্রব, ধস।
অন্যদিকে,
উজ্জল এর শুদ্ধরূপ- উজ্জ্বল ।
কিছু শুদ্ধ বানান:
- কৌতূহল,
- কৃচ্ছ্রসাধন,
- ক্রীতদাস,
- ক্ষীণজীবী (অর্থ অতিদুর্বল),
- নিমীলিত (অর্থ মুদিত, সংকুচিত),
- ঘূর্ণায়মান,
- সত্তা,
- মনীষী,
- সমীচীন,
- সুকেশিনী,
- দধীচি,
- শ্লেষ্মা,
- প্রাতঃকৃত্য,
- নির্নিমেষ ।