A বিমর্ষ, মুমূর্ষু, সংঘর্ষ
B সত্তেও, সাত্বিক, সত্তা
C বিঘুর্নন, বিঘোষণ, বিমর্দন
D জায়ামন, জাম্মাবান, ভ্রাম্যমান
Solution
Correct Answer: Option A
শুদ্ধ বানানগুলো হলো- বিমর্ষ, মুমূর্ষু, সংঘর্ষ।
অপশন অনুয়ায়ী অশুদ্ধ বানানের শুদ্ধরূপ:
খ) সত্ত্বেও, সাত্ত্বিক
গ) বিঘুর্ণন
ঘ) জায়মান, জাম্বুবান, ভ্রাম্যমাণ।
গুরুত্বপূর্ণ কিছু শুদ্ধ বানান:
- অপরাহ্ণ
- সায়াহ্ন
- মধ্যাহ্ন
- অনূর্ধ্ব,
- অন্তঃসত্ত্বা,
- ঔজ্জ্বল্য,
- অন্ত্যেষ্টিক্রিয়া,
- অমর্ত্য,
- অলঙ্ঘ্য,
- ক্ষুন্নিবৃত্তি।