শুদ্ধ বানানের গুচ্ছ কোনটি?

A শিরশ্ছেদ, দরিদ্রতা, সমীচীন

B শিরোশ্ছেদ, দারিদ্র্য, সমীচিন

C শিরঃশ্ছেদ, দরিদ্রতা, সমিচীন

D শিরচ্ছেদ, দরিদ্রতা, সমীচীন

Solution

Correct Answer: Option A

প্রশ্নে প্রদত্ত অপশনগুলোর মধ্যে -
অপশন (ক) তে প্রদত্ত ৩টি শব্দ - শিরশ্ছেদ, দরিদ্রতা, সমীচীন - এর বানানই শুদ্ধ।

অপশন (খ) এর দারিদ্র্য বানান শুদ্ধ হলেও অন্য দুটি বানান অশুদ্ধ।
অপশন (গ) দরিদ্রতা শুদ্ধ হলেও অন্য দুটি বানান অশুদ্ধ।
অপশন (ঘ) দরিদ্রতা ও সমীচীন - শুদ্ধ হলেও অন্য বানানটি অশুদ্ধ।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions