একই বাক্য রচনায় সাধু ও চলিত ভাষারীতির মিশ্রণকে কী বলে?
Solution
Correct Answer: Option A
- সাধু ভাষা (তৎসম শব্দ ও ক্রিয়ার পূর্ণরূপ) এবং চলিত ভাষা (তদ্ভব শব্দ ও ক্রিয়ার সংক্ষিপ্ত রূপ) একই বাক্যে ব্যবহার করা দূষণীয়।
- এই দুই রীতির মিশ্রণকে 'গুরুচণ্ডালী দোষ' বলা হয়।
- যেমন: 'গরুগুলো মাঠে ঘাস খাইতেছে' (এখানে 'গরুগুলো' চলিত কিন্তু 'খাইতেছে' সাধু, এটি ভুল)।