কোন বাক্যটি গুরচণ্ডালী দোষমুক্ত?
A তার বাহিরে যাবার সময় হয়েছে
B সে এখন স্কুলে যাবে
C তার বিবাহ হয় নাই
D তাহারা রওয়ানা হল
Solution
Correct Answer: Option B
- সাধু ভাষা ও চলিত ভাষার মিশ্রণকে গুরুচণ্ডালী দোষ বলে।
- যেমন: সে এখন স্কুলে যাবে। প্রদত্ত উদাহরণটি গুরুচণ্ডালী দোষমুক্ত।
- অপরদিকে ক, গ, ঘ হলো গুরুচণ্ডালী দোষযুক্ত। শুদ্ধরূপ: তার বাইরে যাবার সময় হয়েছে। তার বিয়ে হয়নি। তারা রওনা হলো।