একসময়ে বাংলা, বিহার ও উড়িষ্যার রাজধানী মুর্শিদাবাদের প্রাক্তন নাম ছিল-
A সিনহাবাদ
B চন্দ্রদ্বীপ
C গৌড়
D মাকসুদাবাদ
Solution
Correct Answer: Option D
- মুর্শিদাবাদকে পূর্বে "মাকসুদাবাদ" নামে ডাকা হতো। মাকসুদাবাদ নামটি এসেছে ফারসি ভাষা থেকে, যার অর্থ "আশীর্বাদপ্রাপ্ত" বা "সুখকর স্থান"।
- নবাব মুর্শিদ কুলি খাঁ- এর আমলে বাংলার রাজধানী ছিল এই 'মুকসুদাবাদ'। ব্রিটিশদের আগমনের আগে বাংলার রাজধানী ছিল মুর্শিদাবাদ শহর।
- এটি গঙ্গার শাখানদী ভাগীরথীর পূর্বদিকে অবস্থিত।