কোনটি শুদ্ধ বাক্য?

A আমার বড় দূরাবস্থা

B আমার বড় দুরবস্থা

C আমার বড় দূরবস্থা

D আমার বড় দুরাবস্থা

Solution

Correct Answer: Option B

শুদ্ধ বাক্য- আমার বড় দুরবস্থা। অন্য বাক্যগুলোতে 'দুরবস্থা' বানান ভুল রয়েছে।

'দুরবস্থা' একটি বিসর্গ সন্ধিজাত শব্দ।
সংস্কৃতিতে বিসর্গ দু প্রকার। র্-জাত বিসর্গ ও স্-জাত বিসর্গ। র্-স্থানে যে বিসর্গ হয় তাকে বলে র্-জাত বিসর্গ।
যখন সন্ধিযুক্ত শব্দ তৈরি হয় তখন আবার র্-জাত বিসর্গ থেকে 'র্' ফিরে আসে।
যেমন, 
দুঃ+অবস্থা
দুঃ -এর বিসর্গ হচ্ছে র্-জাত বিসর্গ। অর্থাৎ দুঃ=দুর্।
তাহলে,
দুঃ+অবস্থা=দুরবস্থা।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions