শুদ্ধ বাক্য নয় কোনটি?

A বিদ্বান হলেও তার কোনাে অহংকার নেই।

B ইশ! যদি পাখির মত পাখা পেতাম।

C অকারণে ঋণ করিও না।

D হয়তাে সােহমা আসতে পারে।

Solution

Correct Answer: Option C

এখানে শুদ্ধ বাক্য নয় → ‘অকারণে ঋণ করিওনা’। কারণ বাক্যটি গুরুচণ্ডালী (সাধু-চলিত মিশ্রণ) দোষে দুষ্ট হয়েছে। বাক্যটির শুদ্ধরূপ→ অকারণে ঋণ কর না। অপর তিনটি বাক্য শুদ্ধ।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions