বেকেরেল কি ব্যবহার করে তেজস্ক্রিয়তা আবিষ্কার করেন?
A রেডিয়াম
B ইউরেনিয়াম
C থোরিয়াম
D পোলোনিয়াম
Solution
Correct Answer: Option B
✔অঁতোয়ান হেনরি বেকেরেল (১৫ই ডিসেম্বর ১৮৫২ - ২৫শে আগস্ট ১৯০৮ ) একজন ফরাসি পদার্থবিদ।
✔ইউরেনিয়াম ব্যবহার করে তিনি তেজস্ক্রিয়তা আবিষ্কার করেন। তার নামানুসারে তেজস্ক্রিয়তার একটি এককের নাম রাখা হয়েছে বেকেরেল।
✔তিনি ১৯০২ সালে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন।