দুটি স্থানের মধ্যে দ্রাঘিমাংশের পার্থক্য ১ হলে সময়ের পার্থক্য কত ?
Solution
Correct Answer: Option D
আমরা জানি, পৃথিবীকে তার কক্ষপথে একবার আবর্তন করতে ৩৬০° ঘুরতে হয়। পৃথিবী ৩৬০° ঘুরে আসতে সময় নেয় ২৪ ঘণ্টা বা (২৪ $\times$ ৬০) = ১৪৪০ মিনিট।
সুতরাং,
৩৬০° এর জন্য সময়ের পার্থক্য হয় = ১৪৪০ মিনিট
$\therefore$ ১° এর জন্য সময়ের পার্থক্য হয় = $\frac{১৪৪০}{৩৬০}$ মিনিট
= ৪ মিনিট।
সুতরাং, দুটি স্থানের মধ্যে দ্রাঘিমাংশের পার্থক্য ১ ডিগ্রী হলে সময়ের পার্থক্য হবে ৪ মিনিট।
শর্টকাট টেকনিক:
দ্রাঘিমা রেখার সাথে সময়ের সম্পর্ক মনে রাখার সহজ নিয়ম:
১° দ্রাঘিমা = ৪ মিনিট সময়।
১৫° দ্রাঘিমা = ১ ঘণ্টা সময়।
এই দুইটি সম্পর্ক মনে রাখলে সহজেই হিসাব বের করা যায়।