কৃষ্ণগহ্বর হতে এমনকি আলো বের হতে পারে না । কারণ-
A এর মধ্যাকর্ষণ শক্তি খুবই বেশি
B এতে ভাসমান ধূলিকণা খুবই বেশি
C এর মহাকর্ষ শক্তি খুবই বেশি
D এদের কোনোটাই নয়
Solution
Correct Answer: Option C
কৃষ্ণগহ্বর বা কৃষ্ণ বিবর মহাবিশ্বের অস্তিত্ব ও প্রকৃতি বিষয়ক একটি বহুল প্রচলিত ধারণা। এই ধারণা অনুযায়ী কৃষ্ণগহ্বর মহাবিশ্বের এমন একটি বস্তু যা এত ঘন সন্নিবিষ্ট বা অতি ক্ষুদ্র আয়তনে এর ভর এত বেশি যে এর মহাকর্ষীয় শক্তি কোন কিছুকেই তার ভিতর থেকে বের হতে দেয় না, এমনকি তড়িৎচুম্বকীয় বিকিরণকেও নয়।