কৃষ্ণগহ্বর হতে এমনকি আলো বের হতে পারে না । কারণ-

A এর মধ্যাকর্ষণ শক্তি খুবই বেশি 

B এতে ভাসমান ধূলিকণা খুবই বেশি 

C এর মহাকর্ষ শক্তি খুবই বেশি 

D এদের কোনোটাই নয় 

Solution

Correct Answer: Option C

- কৃষ্ণগহ্বর বা ব্ল্যাক হোল (Black Hole) মহাকাশের এমন একটি স্থান যার ঘনত্ব এবং মহাকর্ষীয় শক্তি (Gravitational Force) এতই প্রবল যে, এর ঘটনা দিগন্ত (Event Horizon) থেকে কোনো কিছুই, এমনকি মহাবিশ্বের সবচেয়ে দ্রুতগামী 'আলো' বা আলোকতরঙ্গও বেরিয়ে আসতে পারে না।
- কোনো বিশাল ভরের নক্ষত্র যখন তার জ্বালানি শেষ করে সংকুচিত হয়ে অত্যন্ত ক্ষুদ্র আয়তনে বিশাল ভর ধারণ করে, তখন তার মহাকর্ষ বল অসীম পর্যায়ে চলে যায়।
- এই অকল্পনীয় মহাকর্ষ টানের কারণে আলো প্রতিফলিত না হয়ে ভেতরে শুষে যায়, তাই একে কালো দেখায় এবং 'কৃষ্ণগহ্বর' বলা হয়।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions