সূর্য ও অন্যান্য গ্রহের উচ্চতা পরিমাপক যন্ত্র-

A ফ্যাদোমিটার

B সেক্সট্যান্ট

C ক্রনমিটার

D ট্যাক্টোমিটার

Solution

Correct Answer: Option B

সেক্সট্যান্ট-যে যন্ত্রের সাহায্যে সূর্যের উন্নতি কোণ পরিমাপ করা হয় তাকে বলা হয় সেক্সট্যান্ট।
অক্ষরেখা- পৃথিবীর গোলাকৃতির কেন্দ্র দিয়ে উত্তর ও দক্ষিণে কল্পিত রেখাকে বলা হয়- অক্ষরেখা। এর অপর নাম মেরুরেখা।  এই অক্ষের উত্তর প্রান্তকে সুমেরু এবং দক্ষিণ প্রান্তকে কুমেরু বলে।
সমাক্ষরেখা-নিরক্ষরেখা থেকে উত্তর বা দক্ষিণে অবস্থিত কোন স্থানের কৌণিক দূরত্বকে ঐ স্থানের অক্ষরেখা বলে। অক্ষরেখার ডিগ্রিকে অক্ষাংশ বলে। অক্ষাংশ নির্ণয়ের কিছু মাধ্যম আছে। যথাঃ- সেক্সট্যান্টের সাহায্যে।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions