একাধিক স্বাধীন বাক্যকে একটি বাক্যে লিখলে মাঝখানে কোন চিন্হ ?
A হাইফেন
B সেমিকোলন
C ড্যাশ
D কমা
Solution
Correct Answer: Option B
- কমা অপেক্ষা বেশি বিরতির প্রয়োজন হলে, সেমি কোলন বসে।
- একাধিক স্বাধীন বাক্যকে একটি বাক্যে লিখলে সেগুলোর মাঝখানে সেমি কোলন বসে।
- যেমন: সংসারের মায়াজালে আবদ্ধ আমরা; সে মায়ার বাঁধন কি সত্যিই দুশ্ছেদ্য?