বাক্যে দাঁড়ি থাকলে কতক্ষণ থামতে হয়?
A ১ সেকেন্ড বিরতির প্রয়োজন
B ১ বলতে যে সময় লাগে
C ১ বলার দ্বিগুণ সময়
D ২ সেকেন্ড
Solution
Correct Answer: Option A
- বাক্যের পরিসমাপ্তি বোঝাতে দাঁড়ি বা পূর্ণচ্ছেদ ব্যবহার করতে হয়।
- দাড়ি চিহ্ন থাকলে এক সেকেন্ড বিরতির প্রয়োজন হয়।
- যেমন: শীতকালে এ দেশে আবহাওয়া শুষ্ক থাকে। প্রান্ত ফুটবল খেলা পছন্দ করে।