Loading [MathJax]/jax/output/HTML-CSS/fonts/TeX/fontdata.js
 
পাঠের বর্জনকৃত অংশ নির্দেশে ব্যবহৃত হয় -

A '-চিহ্ন

B ()-চিহ্ন

C ...চিহ্ন

D "" চিহ্ন

Solution

Correct Answer: Option C

মুখের কথাকে লিখিত রুপ দেয়ার সময়ে কম -বেশি থামা বোঝাতে যেসব চিহ্ন ব্যবহৃত হয় ,সেগুলোকে যতিচিহ্ন বলে। বাক্যের কোন অংশ বাদ দিতে চাইলে ত্রিবিন্দু যতিচিহ্নের ব্যবহার হয় ।
যেমনঃ রহিম রেগে গিয়ে বললেন, ''তার মানে তুমি একটা .......'' .

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions