● যে ছন্দ রীতিতে উচ্চারণের গতিবেগ বা লয় দ্রুত এবং অক্ষরমাত্রেই এক মাত্রার হয়, তাঁকে স্বরবৃত্ত ছন্দ বলে। এ ছন্দে যে কোনো অক্ষর (মুক্তাক্ষর বা বদ্ধাক্ষর) একমাত্রার। যেমন: আড়াল = আ (১) + ডাল (১) = ২ স্বর। এ ছন্দের মূল পর্বের মাত্রা সংখ্যা চার। উদাহরণ:
● বৃষ্টি পড়ে / টাপুর টুপুর / নদেয় এল / বান (মাত্রা- ৪/৪/৪/১)
● শিব ঠাকুরের / বিয়ে হলো / তিন কন্যে / দান (মাত্রা- ৪/৪/৪/১)