ছড়া কোন ছন্দে রচিত হয় ?

A স্বরবৃত্ত

B পয়ার

C অমিত্রাক্ষর

D ত্রিপদী

Solution

Correct Answer: Option A

যে ছন্দ রীতিতে উচ্চারণের গতিবেগ বা লয় দ্রুত অক্ষরমাত্রেই এক মাত্রার হয় ,তাঁকে স্বরবৃত্ত ছন্দ বলে । এ ছন্দের মূল পর্বের মাত্রা সংখ্যা চার । এ ছন্দকে লৌকিক ছন্দ বা ছড়ার ছন্দ বলে

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions