সেন বংশের প্রতিষ্ঠাতা কে?

A সামন্ত সেন

B বিজয় সেন

C বল্লাল সেন

D লক্ষণ সেন

Solution

Correct Answer: Option A

- সেনদের আদি নিবাস- ভারতের দাক্ষিণাত্যের কর্ণাটক অঞ্চলে
- বাংলায় পালদের পর ক্ষমতায় আসেন- সেন বংশ।
- সেন বংশের প্রতিষ্ঠাতা- হেমন্ত সেনের পিতা সামন্ত সেন।
- সেন বংশের রাজারা ধর্মাবলম্বী ছিলেন- হিন্দু ধর্মাবলম্বী ছিলেন।
- সেন বংশের সর্বশ্রেষ্ঠ রাজা- বিজয় সেন।
- কৌলিন্য প্রথা বাংলায় প্রবর্তন করেন বল্লাল সেন।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions