দানসাগর ও অদ্ভুতসাগর গ্রন্থটির রচিয়তা-
A বল্লাল সেন
B বিজয় সেন
C লক্ষণ সেন
D হেমন্ত সেন
Solution
Correct Answer: Option A
- বল্লাল সেন ছিলেন সেন বংশের ২য় রাজা ।
- ‘দানসাগর ও ‘অদ্ভুত সাগর' তার রচনা।
- তিনি কৌলিন্য প্রথা প্রবর্তনকারী হিসাবে পরিচিত।
- অদ্ভুতসাগর গ্রন্থটির কাজ তিনি শেষ করতে পারেন নি।
- অসমাপ্ত কাজটি সমাপ্ত করেন তার পুত্র লক্ষ্মণ সেন।