'গাছের পাতারা সেই বেদনায় বুনো পথে যেত ঝরে'। চরণটি নান্দনিক বিবেচনায় হয়ে উঠেছে-
Solution
Correct Answer: Option C
"গাছের পাতার সেই বেদনায় বুনো পথে যেতো ঝরে,
ফালগুনী হাওয়া কাঁদিয়া উঠিত শুনো-মাঠখানি ভরে।
পথ দিয়া যেতে গেঁয়ো পথিকেরা মুছিয়া যাইত চোখ,
চরণে তাদের কাঁদিয়া উঠিত গাছের পাতার শোক।"
কবিতাংশটি জসীমউদ্দিনের 'কবর' কবিতা থেকে গৃহীত।
কবিতায় বৃদ্ধের ছেলের মৃত্যুর শোক প্রকাশের জন্য কবিচিত্তের প্রতিবিম্ব একেছেন, তার ভাব চেতনার কাব্যময় চিত্রই হলো 'চিত্রকল্প'।
উপমা হল 'বৈসাদৃশ্যর মধ্যে সাদৃশ্য কল্পনা করা'