' অঙ্গ জুড়ায় তোমার ছায়ায় এসে' -এখানে 'ছায়া' বলতে কী বোঝানো হয়েছে?
Solution
Correct Answer: Option A
রবীন্দ্রনাথ ঠাকুরের গভীর দেশপ্রেমমূলক 'জন্মভূমি' কবিতার ' অঙ্গ জুড়ায় তোমার ছায়ায় এসে' পঙক্তির 'ছায়া' বলতে নিজ জন্মভূমিতে আশ্রয় পাওয়ার কোথা বোঝাতে চেয়েছেন এবং এ বাংলার মাটিতে শেষ আশ্রয় খুঁজেছেন ।কারণ , মাতৃভূমির সূর্যালোকে কবির চোখ পরিপূর্ণভাবে জুড়িয়েছে এবং এই মাতৃভূমির স্নেহছায়ায় সুখ ও শান্তি লাভ করেছেন ।