'রজক' এর স্ত্রী লিঙ্গ-

A রজকিনী

B মহিলা রজক

C রজকা

D রজকী

Solution

Correct Answer: Option D

রজক শব্দের অর্থ ধোপা । এর স্ত্রীবাচক শব্দ রজকিনী ।  সংস্কৃত প্রত্যয়ে-রজকী। বাংলায় ভাষায় বাংলায় প্রত্যয়ের গুরুত্ব বেশি।

১) - ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক ড. সৌমিত্র শেখর এর , নদ ও নদীর মাঝে যা পার্থক্য আছে তা হল ব্যাকরণগত।
- বাংলা, হিন্দি, ফারসি ইত্যাদি ভাষার ক্ষেত্রে পুরুষবাচক শব্দ সাধারণত 'অ-কারান্ত' এবং নারীবাচক শব্দ 'আ- কারান্ত' বা 'ই- কারান্ত' বা 'ঈ-কারান্ত' হয়। যেমন: রহিম (অ-কারান্ত) - রহিমা (আ-কারান্ত), রজক (অ-কারান্ত) - রজকী (ঈ-কারান্ত)।

তেমনিভাবে ফল-ফুলি, কুমার-কুমারী, নদ-নদী ইত্যাদি। তাই যে সকল জলপ্রবাহের নাম পুরুষবাচক অর্থাৎ 'অ- কারান্ত' তারা নদ। যেমন: ব্রক্ষ্মপুত্র, নীল। আর যে সকল জলপ্রবাহের নাম নারীবাচক অর্থাৎ 'আ-কারান্ত' বা 'ই-কারান্ত' বা 'ঈ- কারান্ত' তারা নদী। যেমন: যমুনা, পদ্মা।

২) আরেকটি সূত্র মতে, নামের শেষে যদি আ-কার, ই-কার, ঈ-কার,এ-কার, ও-কার, ঔ-কার ইত্যাদি থাকে তবে নিশ্চিতভাবে সেই প্রবাহগুলো নদী নামে অভিহিত হবে। যেমন: মেঘনা, গোমতী। আর নামের শেষে এগুলো না থাকলে এবং শুধু হ্রস-উকার থাকলে অবশ্যই নদ হবে। যেমন: মুসা খান, সিন্ধু, বালু।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions