'অরণ্য' শব্দের লিঙ্গান্তর কোনটি ?
A আরণ্য
B অরণী
C অরণ্য
D অরণ্যানী
Solution
Correct Answer: Option D
কখনো কখনো 'আনী' প্রত্যয় অর্থের পরিবর্তন ঘটায় । আর তখন সেটা নারীবাচক প্রত্যয় থাকে না । যেমনঃ অরণ্য-অরণ্যানী (বৃহৎ অরণ্য), হিম-হিমানী (জমানো বরফ) ইত্যাদি ।