নিত্য স্ত্রীবাচক শব্দের উদাহরণ কোনটি ?

A গোপিনী

B শাঁখচুন্নি

C মালিনী

D কাঙালিনী

Solution

Correct Answer: Option B

শাঁখচুন্নি নিত্য স্ত্রীবাচক । হিন্দু সংস্কার মতে শাঁখচুন্নি হচ্ছে প্রেত্নীর আত্না । 
আরো কিছু  নিত্য স্ত্রীবাচকঃ 
সতীন, সৎমা, এয়ো, দাই, সধবা, অন্ত:স্বত্ত্বা, সতীন,সৎমা,দাই,এয়ো,কলঙ্কিনী,অর্ধাঙ্গিনী,ডাইনি,সপত্নী, অসূর্যস্পশ্যা, অরক্ষণীয়া,সধবা,শাখিনী, কুলটা,বাইজি।

কিছু নিত্য পুরুষবাচক শব্দ ,এদের কখনো স্ত্রীবাচক শব্দ হয় নাঃ
রাষ্ট্রপতি,কাজী,কুস্তিগীর,কবিরাজ,পুরোহিত,জামাতা,কৃতদার,অকৃতদার,যোদ্ধা,ঢাকী,বিচারপতি,সেনাপতি
 
অন্যগুলো নিত্য স্ত্রীবাচক নয় । যেমনঃ গোপ/গোপিনী, মালী-মালিনী, কাঙাল-কাঙালিনী ।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions