সতীন, সৎমা, এয়ো, দাই, সধবা, অন্ত:স্বত্ত্বা, সতীন,সৎমা,দাই,এয়ো,কলঙ্কিনী,অর্ধাঙ্গিনী,ডাইনি,সপত্নী, অসূর্যস্পশ্যা, অরক্ষণীয়া,সধবা,শাখিনী, কুলটা,বাইজি।
কিছু নিত্য পুরুষবাচক শব্দ ,এদের কখনো স্ত্রীবাচক শব্দ হয় নাঃ রাষ্ট্রপতি,কাজী,কুস্তিগীর,কবিরাজ,পুরোহিত,জামাতা,কৃতদার,অকৃতদার,যোদ্ধা,ঢাকী,বিচারপতি,সেনাপতি
অন্যগুলো নিত্য স্ত্রীবাচক নয় । যেমনঃ গোপ/গোপিনী, মালী-মালিনী, কাঙাল-কাঙালিনী ।